ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫ || ৮ ফাল্গুন ১৪৩১
good-food
১৪

শাহরুখের বাড়ির পার্টিতে কী হয়, রহস্য ফাঁস করলেন ডিজে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২০ ১৯ ফেব্রুয়ারি ২০২৫  

বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয় জগতেই নয়, আরও বেশকিছু ক্ষেত্রে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে বলিউড তারকাদের এক ছাদের তলায় এনে জাকজমক আয়োজন করতে তিনি সিদ্ধহস্ত।  বলিউডের তারকাদের নিয়ে পার্টি করতে নাকি খুবই পছন্দ করেন তিনি। কেমন হয় শাহরুখের বাড়ির পার্টি? প্রকাশ্যে আনলেন ডিজে আকিল।

 

শাহরুখের বাড়ির জমায়েতে একাধিকবার গান বাজানোর দায়িত্বে ছিলেন তিনি।  মান্নত-এর অন্দরে পার্টি হলে, কেমন থাকে চিত্রটা সে সম্পর্কে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আকিল। 

 

আকিল বলেন, বহুবার শাহরুখ খানের বাড়িতে আমি গান বাজিয়েছি। এই পার্টিগুলোতে শাহরুখ, সালমান ও হৃতিক যে যার নিজের পছন্দের লোকজনদের সঙ্গে ঘরের বিভিন্ন কোণে বসে থাকেন। কোনো একজনের সিনেমার গান বাজালে অন্যদের আবার খারাপ লাগে। তাই নিশ্চিত করি, যাতে সবার গানই বাজাতে পারি। তাতে সকলেই খুশি হন।

 

নির্দিষ্ট কোনো একজনের সিনেমার গান বাজালেই, অন্যরা এসে আকিলকে বলতেন, ‘আরে, তুমি ওর সিনেমার গান বাজিয়ে শোনাচ্ছো? তারপরে তাদের ছবির গান বাজানো হলে খুশি হতেন। 

 

আকিল আরও বলেন, আমি তাদের দেখেই বুঝতে পারতাম, একজনের সিনেমার গান বাজালে অন্যদের খারাপ লাগে। ক্রমশ তারা একে একে ফ্লোরে এসে একসঙ্গে নাচতেন। কিন্তু পার্টির শুরুতে সবাই যে যার মতো ঘরের কোণে দাঁড়িয়ে থাকতেন।

 

শাহরুখের পার্টির খাওয়াদাওয়া কেমন? প্রশ্ন করতেই আকিল বলেন, খাবার খুব ভালো।  লোকজনও খুব ভাল। অতিথি আপ্যায়নেও কোনো ফাঁক রাখেন না শাহরুখ। সবকিছুই দারুণ। নিমন্ত্রণ পাওয়া প্রত্যেকে উপস্থিত থাকেন। লোকজন শাহরুখের পার্টিতে আসার জন্য মুখিয়ে থাকেন। কেউ কেউ তো বিদেশ থেকেও আসেন। আগে তার বাড়িতে দুই/তিন মাসে একবার তো পার্টি হতই। এক রাতে গান বাজিয়ে আমি ৩০ থেকে ৪০ হাজার রুপি পারিশ্রমিক পেতাম।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর