ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৫৭

শিগগিরই চালু হবে ভারতের ভিসা : রীভা গাঙ্গুলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৩ ১৩ আগস্ট ২০২০  

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, আশা করছি ভারতে বাংলাদেশিদের জন্য শিগগিরই ভিসা চালু হবে। বর্তমানে খুব ইমার্জেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা দেয়া হচ্ছে বাই এয়ার। চেষ্টা করছি যত তাড়াতাড়ি নরমাল করা যায়।

বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাবলেন।  ভিসা চালু ব্যাপারে জানতে চাইলে ভারতের রাষ্ট্রদূত বলেন, খুব ইমার্জেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা দিচ্ছে বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইমার্জেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়। সাধারণ যে ভিসা সেটা চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি চলছে না। আর এখনও তো কেভিড উঁচু-নিচু হতে থাকে। আমরা এটা নিয়ে কাজ করছি।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি। কোভিডের সময় আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) সাইন করেছি। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট। বুঝতেই পারছেন অনেক পুরোনো, সত্তরের দশকের একটা এগ্রিমেন্টের সেকেন্ড অ্যাডেনডাম। এটা অনেকগুলো পোর্ট অব কল অ্যাড হয়েছে। দুটো নতুন রুট অ্যাড হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছিলাম। এটা শো করে আমরা কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর