ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫ || ২৮ পৌষ ১৪৩১
good-food

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: পররাষ্ট্র উপদেষ্টা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১১ ১১ জানুয়ারি ২০২৫  

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায়।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কিছুটা হলেও রাজনীতিতে স্বস্তি আনবে। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব কাজে বাধা দিচ্ছে বিজিবি, অংশ নিয়েছে সাধারণ মানুষ।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ইউটিউবে উসকানিমূলক সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। তুলছে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ। এসব অপতথ্য রোধে দেশীয় গণমাধ্যমের সহযোগিতা দরকার। এ ছাড়া বিদেশে বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মন্তব্য করেন।
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর