ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
৫০৩

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১১ ৬ সেপ্টেম্বর ২০২০  

নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে চতুর্থ দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। পারের অপেক্ষায় আছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক ৮-১০দিনের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করছে। চ্যানেলে নাব্যতা সংকট নিরসনে কাজ চলছে। তবে ফেরি চালু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

 রোববার সকাল থেকে ফেরি বন্ধ থাকায় লঞ্চ ও স্পীডবোট ঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, চারদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। পরিক্ষামূলকভাবে ফেরি চালু হবে কিনা এই বিষয়ে এখনি সিদ্ধান্ত নেই। ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় দুই শতাধিক ট্রাক ও পিকআপ। বহরে ১৩টি ফেরি আছে। সবাইকে এই নৌরুট এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর