ঢাকা, ০৩ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ২০ পৌষ ১৪৩১
good-food
২৩

শিশুকে স্মার্ট করে তুলতে চান? রইলো প্যারেন্টিং টিপস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৭ ৩১ ডিসেম্বর ২০২৪  

প্রত্যেক অভিভাবকই চান, তার শিশু পড়াশোনায় মেধাবী ও ভালো হোক। এজন্য অভিভাবকদের স্মার্ট প্যারেন্টিং টিপস গ্রহণ করতে হবে। দৈনন্দিন জীবনে শিশুদের লালন-পালনের পদ্ধতি পরিবর্তন করতে হবে। কারণ শিশু যেভাবে বড় হয়, সেটার ওপর নির্ভর করে তার দক্ষতা। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই শিশুকে স্মার্ট করে তুলতে অভিভাবকদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে।

 

•    শিশুদের লাইব্রেরিতে নিয়ে যান 

মনে রাখবেন, শিশুদের স্মার্ট করতে হলে তাদের পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ, শিশুরা বই পড়ে নতুন কিছু শিখতে পারে। এজন্য শিশুদের পড়ার জন্য অনুপ্রেরণামূলক বই দিতে হবে। তাই তাদের জন্য লাইব্রেরি ভালো বিকল্প। ভালো বই তাদের অনুপ্রেরণা দিতে সাহায্য করবে। এছাড়া শিশুদের বই উপহার হিসেবে দিতে পারেন।

 

•    খেলাধুলা ও ব্যায়ামের প্রতি মনোযোগ দিন 

শিশুর মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশও খুব জরুরি। এজন্য শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও ব্যায়ামের দিকেও নজর দিতে হবে। শিশুদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে, আপনারও তাদের সঙ্গে খেলা উচিত।

 

•    সবসময় সাহায্য করা এড়িয়ে চলুন 

অভিভাবকদের উচিত শিশুকে সবসময় সাহায্য করা এড়িয়ে চলা। তা নাহলে শিশু সারাক্ষণ কারও না কারও প্রয়োজন অনুভব করবে। যা শিশুর উন্নতিতে বাধা সৃষ্টি করবে। এমতাবস্থায় বাবা-মায়ের উচিত ছোট ছোট বিষয়ে শিশুদের সাহায্য করা এড়িয়ে চলা। এতে তারা স্বাবলম্বী হতে পারবে।

 

•    শিশু কথা মনোযোগ সহকারে শুনুন 

বাবা-মায়ের উচিত শিশুর সব বিষয়ে মনোযোগ দেওয়া। তারা যা বলে সব উত্তর দিতে হবে। এমতাবস্থায় শিশুরা যা বলে তা উপেক্ষা করলে, তা তাদের মানসিকতায় প্রভাব ফেলবে।

 

•    সাহসিকতার গল্প বলুন 

শিশুকে স্মার্ট করে তুলতে অভিভাবকদের সাহসিকতার গল্প শোনাতে হবে। শিশুদের বিভিন্ন ধরনের ধর্মীয় গল্প শোনানো উচিত। এই গল্পগুলো শুধু শিশুদের ইতিবাচকতাই বাড়াবে না, বরং তাদের কিছু কাজে অনুপ্রাণিত করবে। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।