ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯৬৩

শিশুদের নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতে রুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ১ আগস্ট ২০১৯  

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি হয় বৃহস্পতিবার। শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে, এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোটের্র একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

জনস্বার্থে রিট আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিভিন্ন গণমাধ্যমে শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর