ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ২১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮১৪

শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৮ ১৩ জুন ২০১৯  

এতদিন যাদের বয়স ১৮ বছর কিংবা তদূর্ধ্ব ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান থাকলেও এবার নিবন্ধনের আওতায় আসছে ১৮ বছরের কম বয়সী শিশুরা।

অর্থাৎ শূন্য থেকে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের দেয়া হবে জাতীয় পরিচয়পত্র। প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব উঠে এসেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৮ বছরের কম বয়সী নাগরিকদের নিবন্ধন তাদের পরিচয়পত্র সরবরাহের জন্য বরাদ্দের প্রস্তাব করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন (ইসি) ভোটার হওয়ার অযোগ্য এসব নাগরিককে নিবন্ধনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সরবরাহ করবে।

প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে দেশের সব নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা হবে।

প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য হাজার ৯২০ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এরমধ্যে পরিচালন খাতে ৭৭৯ কোটি ৪৭ লাখ টাকা উন্নয়ন খাতে হাজার ১৪১ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বাজেটে ইসির শূন্য হতে ১৮ বছরের নাগরিকদের নিবন্ধন এনআইডি প্রদানসহ অন্তত ১১টি খাতে কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদের উপনির্বাচন, স্থানীয় সরকারের সাধারণ উপনির্বাচন, উন্নতমানের স্মার্ট জাতীয়পত্র প্রদান, দুই বছর মেয়াদি পেপার লেমিনেটেড পরিচয়পত্র প্রদান, ইভিএম প্রকল্পের আওতায় ৮২ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয়, কর্মকর্তাদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধন পরিচয়পত্র প্রদান, এনআইডি তথ্য যাচাই এবং ইসির উন্নয়ন নির্বাচনি ব্যবস্থাপনার উন্নয়ন রয়েছে।

একাদশ সংসদ নির্বাচন থাকায় এবং বছরের মধ্যবর্তী সময়ে ইভিএম ক্রয় প্রকল্পসহ চলতি অর্থবছরে পরিচালন উন্নয়ন খাতে ইসির সংশোধিত বাজেট ছিল হাজার ৩৪৩ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকা।

চলতি অর্থবছরে ইসির জন্য বরাদ্দ ছিল হাজার ৮৯৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বরাদ্দ ছিল ২১০ কোটি টাকা, আর পরিচালনা ব্যয় ছিল হাজার ৬৮৫ কোটি টাকা।

শিশু বিভাগের পাঠকপ্রিয় খবর