ঢাকা, ০৪ মার্চ মঙ্গলবার, ২০২৫ || ১৯ ফাল্গুন ১৪৩১
good-food
১২

শীত শেষে উৎপাত বেড়েছে?ঘরেই বানান দাওয়াই,মশা পালাবে `বাপ বাপ` বলে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:০৩ ৪ মার্চ ২০২৫  

শীত শেষে এবার গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকাল মানেই মশা-মাছির উৎপাত। এই সময়ে মশার উৎপাত বেড়ে যায়। যা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটানোর সঙ্গেই স্বাস্থ্যেরও জন্যও ক্ষতিকর। মশার উৎপাত থেকে রক্ষা পেতে দিনে বা রাতে ঘুমোনোর সময় মশারি টাঙানো জরুরি। তবে সব সময় তো মশারির মধ্যে থাকা সম্ভব না। তাই ঘর থেকে মশা তাড়ানো দরকার। মশা যখন কামড়ায়, তখন কেবল আমাদের ঘুমই ব্যাহত হয় না।

 

মশার কামড়ের কারণে আমরা অনেক গুরুতর রোগের ঝুঁকিতে থাকি। যদিও বাজারে এই মশা তাড়ানোর জন্য অনেক পণ্য পাওয়া যায়। মশার হাত থেকে বাঁচতে অনেকেই কয়েল, এরোসলসহ স্প্রে ব্যবহার করেন। তবে এগুলো আমাদের স্বাস্থ্যের ওপর কুপ্রভাব ফেলে। তবে আজ আমরা আপনাকে এমন কিছু প্রতিকার সম্পর্কে বলবো, যা ব্যবহার করে আপনি সহজেই এই মশা তাড়াতে পারবেন। তাহলে আসুন এই প্রতিকারগুলো সম্পর্কে জেনে নিই- 

 

. মশা তাড়াতে হলে আপনাকে একটি প্রদীপ প্রস্তুত করতে হবে। এটি তৈরি করা খুবই সহজ। প্রথমে আপনাকে একটি লেবু নিতে হবে এবং তার উপরের অংশটি কেটে নিতে হবে। এবার ছুরি বা চামচের সাহায্যে লেবুটি ভেতর থেকে সম্পূর্ণ খালি করতে হবে। এবার আপনাকে এতে সর্ষের তেল ভালো করে ভরে দিতে হবে এবং এতে দুটি কর্পূর ও পাঁচটি লবঙ্গ যোগ করতে হবে। এবার এতে একটি তুলো রেখে তা জ্বালাতে হবে। এই প্রদীপ জ্বালিয়ে ঘরের এক কোণে রেখে দিন। 

 

. মশার উৎপাত কমাতে নিম তেল দারুন উপকারী। শুধু মশা-মাছি নয়, পোকামাকড়দেরও দূরে রাখতে নিমের তেল বিশেষ ভূমিকা পালন করে। এজন্য ৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন। দেখবেন মশার দল ছুঁতেও পারবে না আপনাকে। 

 

. পাশাপাশি টি ট্রি অয়েলও মশা তাড়াতে কার্যকর। এজন্য একই ভাবে ৩০ মিলি নারকেল তেলের সঙ্গে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা শরীরে মেখে নিন। দেখবেন একটি মশাও আপনাকে আর ছুঁতে পারছে না। 

 

. এছাড়া কিছু কফি পাউডার, টুথপেস্ট, টিস্যু পেপার এবং লবঙ্গ নিন। এটি প্রস্তুত করার জন্য, আপনাকে একটি টিস্যু পেপার নিতে হবে এবং তাতে একটি সরলরেখায় কফি পাউডার লাগাতে হবে। এর উপরে কিছু লবঙ্গ রাখতে হবে এবং তারপর এই টিস্যু পেপারটি ভালোভাবে ভাঁজ করতে হবে। অবশেষে আপনাকে এতে টুথপেস্ট যোগ করতে হবে এবং এটি ভালোভাবে প্যাক করতে হবে। এবার আপনাকে এটিকে আলতো করে ভাঁজ করে একটি বাতির বা কাঠির মতো প্রস্তুত করতে হবে। এটি পোড়ালে আপনি খুব সহজেই মশার উৎপাত থেকে মুক্তি পেতে পারেন।

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর