ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৭

শীতে ৯ সমস্যার সমাধান দেবে গ্লিসারিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১১ ১২ ডিসেম্বর ২০২১  

শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ। আর তাই এ সময় ত্বকের চাই বাড়তি আদ্রতা। এজন্য অনেকেই ব্যবহার করেন নামী-দামী লোশন। যদিও অনেক সময় তাতে মেলেনা ফল। এ ক্ষেত্রে সমাধান হতে পারে গ্লিসারিন।  স্বচ্ছ, ঘন, আঠালো, মিষ্টি স্বাদযুক্ত, রংহীন অ্যালকোহল পরিবারিরের এক জৈব যৌগিক পদার্থ গ্লিসারিন যা শীতে ত্বকের নয়টি সমস্যার সমাধান দেবে। 

 

# গ্লিসারিন ত্বককে নরম করে। দুধের সঙ্গে গ্লিসারিনের মিশেলে তৈরি হয় ন্যাচারাল ক্লিনজার। যা ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে। 

# শীতকালে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। ত্বকের এ শুষ্কতা-রুক্ষতা দূর করতে গ্লিসারিন আর গোলাপ জলের মিশ্রণ কাজ করবে নাইট ক্রিমের। 

 

# শীতে ত্বক হারায় তার স্বাভাবিক আদ্রতা। ত্বকের আদ্রভাব ফিরিয়ে আনতে গ্লিসারিন, পানি আর পাতিলেবুর রসের মিশ্রণ ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কার্যকারী। 

# এক কাপ গ্লিসারিনে সম পরিমাণ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে দুই থেকে তিন বার ব্যবহার করলে কাজ করবে টোনারের। 

 

# অল্প বয়সেই যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তারা ডিমের সাদা অংশের সঙ্গে মধু ও গ্লিসারিন মিশিয়ে মুখের ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে উষ্ণ গরম পানিতে ধুয়ে নিলেই পাবেন সমাধান।

#কর্পূরের সঙ্গে গ্লিসারিনের মিশ্রণ দূর করবে একনি আর ব্রণ।

 

#এছাড়া গ্লিসারিনের সঙ্গে মুলতানি মাটি আর গোলাপ জলের মিশ্রণ দূর করবে ত্বকের ব্ল্যাক হেডস।

# পা ফাটা রোধে দারুণ উপকারী গ্লিসারিন। যাদের পা ফাটার সমস্যা আছে তারা রাতে শোবার আগে পায়ে গ্লিসারিন লাগিয়ে নিতে পারেন। 

 

#ত্বকের পাশাপাশি গ্লিসারিন উপকারি চুলের যত্নেও। নারকেল তেলে গ্লিসারিন মিশিয়ে চুলে ব্যবহার করলে দূর হবে খুশকি, আর বজায় থাকবে স্ক্যাল্পের স্বাভাবিক আর্দ্রতা।