ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
১৭০

শীতের সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়তে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৮ ১৬ নভেম্বর ২০২৪  

সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে।  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। ফলে উত্তরাঞ্চলে কুয়াশার পাশাপাশি শীতের তীব্রতা বাড়তে পারে। 
শনিবার (১৬ নভেম্বর) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ভোররাতে রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের বদলগাছীতে, ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ১৬ ডিগ্রী।  ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

শনিবার দেশের উত্তরাঞ্চলের তেতুলিয়াসহ ঠাকুরগাও দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলায় কুয়াশার তীব্রতা দেখা গেছে। সৈয়দপুর বিমান বন্দরে সকাল ১০টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল। 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

 

সোমবার সকাল থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।