ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১
good-food
২৪৮

শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ৫ এপ্রিল ২০২৩  

ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বুধবার  রাকেশ এ তথ্য জানান।


তিনি জানান, বাসমালিকরা আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবেন।  যাত্রীরা সকাল থেকে সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেওয়া হবে।

 

শুভঙ্কর ঘোষ জানান, বাসমালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। 

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর