ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৯৮

শুল্ক বাড়ানোয় হিলিতে চাল আমদানি শূন্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০২ ২৩ মে ২০১৯  

দিনাজপুর প্রতিনিধি : কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে ধান নিয়ে কৃষকের সঙ্কট মোকাবেলায় চালের আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার। যার ফলে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বর্তমানে প্রায় শূন্যের কোঠায় রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) হিলি স্থলবন্দরে এমন দৃশ্য দেখা গেছে।  বুধবার (২২ মে) জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানির শুল্ক বাড়ানোর সংক্রান্ত এসআরও (স্ট্যাচুটোরি রেগুলেটরি অর্ডার) জারি করেছে।

 সাধারণ কৃষকরা বলছেন, অনেক দেরিতে হলেও সরকারের এমন পদক্ষেপে খুশি তারা। সরকার যেন কৃষকের নিকট থেকে ধান ক্রয় করে এমনটাই আশা তাদের। তাহলে সাধারণ কৃষকরা আগামীতে লাভবান হবেন। তবে কৃষকদের দাবি সরকারের এই চাল আমদানিতে শুল্ক আরোপটি যেন দীর্ঘমেয়াদী হয়।

হিলি কাস্টমস কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, হিলি স্থলবন্দর দিয়ে গত ২১ মে পর্যন্ত ২৭ ভাগ শুল্কে চাল আমদানি হলেও বর্তমানে নতুন শুল্কে কোন প্রকার চাল ছাড়া হয়নি।

পানা পোর্ট লিংক লি.-এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, নতুন শুল্ক আরোপের পর  বৃহস্পতিবার (২৩ মে) হিলি স্থলবন্দরে ভারত থেকে কোন প্রকার চালের ট্রাক প্রবেশ করেনি।