ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪ || ১১ পৌষ ১৪৩১
good-food
২৫

শেখ হাসিনা, জয়, রেহানা ও টিউলিপের লেনদেনের সব নথি তলব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩২ ২৪ ডিসেম্বর ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের দেশ-বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়। তাতে সন্দেহভাজন ব্যক্তিদের নামে সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও শেখ পরিবারের সদস্যদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম।

 

এর আগে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার সংস্থা রোসাটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে তাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। এতে মধ্যস্থতা করেন তার ছেলে জয় ও ভাগ্নি টিউলিপ। 

 

শেখ হাসিনা, তার ছেলে জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। সেই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের আরেকটি অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

 

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্ব পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন–উপপরিচালক মো. সাইদুজ্জামান, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর