ঢাকা, ২২ ডিসেম্বর রোববার, ২০২৪ || ৮ পৌষ ১৪৩১
good-food
১৫

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি ইন্টারপোলের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৪ ২২ ডিসেম্বর ২০২৪  

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত ১০ নভেম্বর ইন্টারপোলকে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। অবশেষে তা করলো আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি।

 

এর আগে গত ১২ নভেম্বর তাজুল ইসলাম জানিয়েছিলেন, গণহত্যা, গুমসহ নানা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি শেখ হাসিনা। তিনি ভারতে অবস্থান করছেন। তাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করলো ইন্টারপোল। মূলত, সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফেরত আনতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।

 

গত ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক শেখ হাসিনাসহ সব আসামিকে ফিরিয়ে আনা হবে। এজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। তারা বিশ্বের যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে তাদের বিচার করা হবে। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর