ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৪

শেয়ারবাজারে পতন ঠেকানো যাচ্ছে না

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ১২ মে ২০১৯  

সপ্তাহের প্রথম দিন রবিবার  পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারে সূচক কমেছে। একইসঙ্গে কমেছেলেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। 
বৃহস্পতিবার সামান্য উত্থান হলেও রোববার বাজার ধরে রাখতে পারেনি ডিএসই। গত সপ্তাহে ব্যাংক লেনদেনর সীমা তুলে দেয়ার খবর প্রচার হলেও কোন কাজ হয়নি। বলা যায় পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না শেয়ার বাজার। 
এদিকে সাম্প্রতিক সময় টানা দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদৌ শেয়ার বাজার ঘুর দাড়াবে কি না তা নিয়েও সন্দিহান বিনিয়োগকারীরা। 
 আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৯ ও ১৮৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি টাকার। লেনদেন কমেছে ১৬ কোটি টাকা।