ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৫৮৫

শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন, তবু দরপতন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৯ ৫ জানুয়ারি ২০২১  

টানা আট কার্যদিবস উত্থানের পর মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শেয়ারবাজারের সব সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ছাড়িয়েছে আড়াই হাজার কোটি টাকা। যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

এদিন ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা ১০ বছর ২৯ দিন বা ২ হাজার ৩৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। ডিএসইতে ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির বা ৩১.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৭টির।

 

শেয়ার দর সর্বোচ্চ কমেছে বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকের। একইসঙ্গে বেক্সিমকো লি: ও বেক্সফার্মার দামও পতন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৮৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে শাইনপুকুর সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

 

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো প্রিমিয়ার লিজিংয়, জিএসপি ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স, ফাস ফাইন্যান্সে, ফারইস্ট ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্সের শেয়া কমেছে।