ঢাকা, ২৯ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ১৬ বৈশাখ ১৪৩২
good-food
১৪

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ভারতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:২০ ২৯ এপ্রিল ২০২৫  

কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক হত্যাকাণ্ডের ঘটনার রেশ ক্রিকেট মাঠে বেশ ভালোভাবেই পড়েছে। এরই মধ্যে ভারতে পাকিস্তানের পিএসএল সম্প্রচার বন্ধ করা হয়েছে। পাকিস্তানে পিএসএল সম্প্রচারের সঙ্গে জড়িত ভারতীয় ক্রুদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার ভারতে নিষিদ্ধ করা হলো পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল।

 

পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের ‘শোয়েব আখতার ১০০ এমপিএইচ’ নামে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে ক্রিকেট সম্পর্কে গভীর বিশ্লেষণ করে থাকেন তিনি। পাশাপাশি কমেন্টারিও করেন। প্রাথমিকভাবে শোয়েব আখতারের চ্যানেলটি ক্রিকেটীয় ইনসাইট এবং ম্যাচ এনালাইসিস করে থাকে। পাশাপাশি ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের বিষয়গুলো নিয়েও আলোচনা করে থাকেন শোয়েব।

 

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে ৩৮ লাখের কাছাকাছি ফলোয়ার। ভারতেও বেশ জনপ্রিয় তিনি। অসংখ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীও তার চ্যানেল দেখে থাকেন। পাকিস্তানের মতো ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছেও সমানভাবে সামদৃত শোয়েব। তবে সোমবার সকাল থেকে ভারতে আর দেখা যাচ্ছে না শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি।

 

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল দেখার জন্য ঢুকতে গেলে সেখানে ভেসে আসছে একটি বার্তা। যেখানে লেখা, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের নির্দেশের জন্য এই ইউটিউবের কন্টেন্ট বর্তমানে এই দেশ থেকে উপলব্ধ নয়।’ মূলতঃ পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার পাকিস্তানের ওপর যে ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে, তারই অংশ হিসেবে ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। যেখানে পড়েছে শোয়েক আখতারের চ্যানেলও।

 

শুধু শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলই নয়, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের দেশে মোট ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা-র মতো হাইপ্রোফাইল ইউটিউব চ্যানেলগুলো।

 

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারতীয় জনগন, সরকার, দেশটির সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোকে অপমান করার লক্ষ্যে পাকিস্তানের এসব ইউটিউব চ্যানেল উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু, মিথ্যা বর্ণনা (ফলস ন্যারেটিভ) এবং ভুল তথ্য প্রচার করে যাচ্ছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর