ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৫৩

সংসদ সদস্য পদও কী হারাচ্ছেন ডা. মুরাদ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:১৭ ৮ ডিসেম্বর ২০২১  

কখনও সংবিধানকে কটাক্ষ, কখনও বা অশ্রবনযোগ্য বাক্য। গত কয়েক মাস ধরেই নানা কারণে আলোচনায় সরকারের এই প্রতিমন্ত্রী। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠেছে।

 

এ যেন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়া। একদিন আগেও যিনি ছিলেন মন্ত্রী, বেসামাল কথাবার্তায় হারাতে হলো ক্ষমতার সেই মসনদ। এবার প্রশ্ন উঠেছে, সংসদ সদস্যের পদ কী আর থাকবে তার?

 

সংবিধানের ৬৬ এর ঘ’তে, নৈতিক স্খলনের কারণে সংসদ সদস্য পদ হারানোর কথা বলা আছে। আইনজীবীরা বলছেন, অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তায় নৈতিক স্খলনের কারণেই ডা. মুরাদের এমপি পদ থাকবে না।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশীদ আলম খান জানান, নৈতিকতার দিক বিবেচনা করলে ডা. মুরাদের এমপি পদ থেকে পদত্যাগ করা উচিত।

 

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী জেড আই খান পান্না জানান, যদি দল থেকে তাকে বহিষ্কার করা হয়, তাহলে অবশ্যই তার সংসদ সদস্য পদ হারাতে হবে। 

 

এদিকে মুরাদ হাসানের অশ্লীল ও অশ্রবনযোগ্য ভিডিও-অডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরাতে বিটিআরসিকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে কাজও শুরু করেছে বিটিআরসি।

 

বিটিআরসির আইনজীবী রেজা-ই-রাকিব জানান, সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব কতৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হবে। যত দ্রুত সম্ভব এটা নামানোর জন্য অনুরোধ করা হবে।

 

বুধবার সকালে এ নিয়ে বিস্তারিত জানাতে বলেছেন হাইকোর্ট।