ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৪৮৫

সংসদের অধিবেশন মুলতবি হতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০২ ১৪ জুন ২০২০  

দুই দিন বিরতির পর আজ রবিবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের মুলতবি অধিবেশন। দিনের কর্মসূচিতে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা অন্তর্ভুক্ত থাকলেও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড: শেখ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করে তা নিয়ে আলোচনা হবে।

 জানা গেছে, মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড: শেখ আব্দুল্লাহর  মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। এরপর সংসদের  রেওয়াজ অনুযায়ী দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করে অধিবেশন মুলতবি করা হবে। দিনের কার্যসূচিতে জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর কথা থাকলেও সম্পূরক কার্যসূচিতে শোক প্রস্তাব যুক্ত হবে। রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত শেষে অধিবেশন মুলতবির   সিদ্ধান্ত জানাবেন স্পিকার।

১০ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন নতুন অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর