ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ১৪ পৌষ ১৪৩১
good-food
১৩

সচিবালয়ে অগ্নিকাণ্ড: চলছে অনুসন্ধান, তদন্তে নেমেছে কমিটিও

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০০ ২৭ ডিসেম্বর ২০২৪  

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডে চারটি তলা পুড়ে গেছে। ভবনটি ঘিরে রেখে আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সেখানে প্রবেশ করেন তারা। একইসময়ে উচ্চ পর্যায়ের কমিটিও তদন্ত শুরু করেছে। 

 

এদিনও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মূল ফটকে পুলিশ, সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি।

 

এখনও সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ভয়াবহ আগুনে ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর সব নথি পুড়ে ছাই হয়ে গেছে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের আগুন নিভে। পরে ঘটনার কারণ ও উৎস খুঁজতে আট সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। 
 

২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তা নেভাতে এত সময় লাগলো কেন?
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর