ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০৯৭

 

সচেতন মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার অ্যাপোলো’তে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৬ ২৩ মার্চ ২০১৯  

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ হলো মস্তিষ্ক। যা করোটির ভেতরে অবস্থিত। এটি দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে ৷ স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক ৷ প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার। গড় ওজন ১.৩৬ কেজি। এতে প্রায় ১০ বিলিয়ন নিউরন থাকে ৷

অনেক সময় এই মস্তিষ্কের চিকিৎসার জন্য দরকার হয়ে পড়ে অস্ত্রোপচার। চিকিৎসা ব্যবস্থায় বেশ জটিল একটি কাজ। তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সহজ হয়েছে মস্তিষ্কের অস্ত্রোপচার বা ব্রেইন সার্জারি।

তবে সচেতন অস্ত্রোপচার যথেষ্ট জটিল ও ঝুঁকিপূর্ণ। সচেতন অস্ত্রোপচার বা অ্যাওয়েক ক্রনিওটমি এক ধরনের আধুনিক অস্ত্রোপচার। এ ধরনের অস্ত্রোপচারের সময় রোগী জাগ্রত থাকেন।

ঢাকার অ্যাপোলো হাসপাতালে হলো বাংলাদেশের প্রথম সচেতন মস্তিষ্কে অস্ত্রোপচার। প্রখ্যাত নিউরোসার্জন অমিতাভ চন্দ এই অস্ত্রোপচার করলেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের চিকিৎসা সেবা ব্যবস্থা এগুলো আরো একধাপ।