ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৪৪

সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল করতে হবে: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৯ ২০ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের উন্নয়ন চাইলে  দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করার সময়   কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের এ নির্দেশ দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যদি দেশের উন্নয়ন চাই, তাহলে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে হবে। আমি এই মন্ত্রণালয়ে (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ব্যাপারে বিশেষ মনোযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, দুর্নীতি সংক্রামক রোগের মতো সমাজে ছড়িয়ে পড়েছে। আর সেটি শুরু হয়েছিল দেশে সামরিক শাসনামলের শুরুতে। সে সময় জঙ্গিবাদ পরোক্ষভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল, কিন্তু তারা জঙ্গিবাদকে তখন কেন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তা আমি জানি না।’তবে এই ধরনের সংক্রামক রোগ থেকে দেশকে মুক্ত করতে হবে ... এর জন্য যা যা দরকার তাই করবো ... এটি এখন সময়ের প্রয়োজন।

 

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ অভিযান আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মাদকের উৎস, বিতরণকারী ও বহনকারীদের খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন। এক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর