ঢাকা, ২৯ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৪৭

সম্পদ লুকাতে আইন পরিবর্তনে সরকারকে চাপ দেন রাণি এলিজাবেথ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৯ ৯ ফেব্রুয়ারি ২০২১  

‘বিব্রতকর’ ব্যক্তিগত সম্পত্তি জনগণের কাছ থেকে লুকানোর জন্য একটি খসড়া আইন পরিবর্তনে সরকারকে চাপ দিয়েছিলেন ব্রিটেনের রাণি দ্বিতীয় এলিজাবেথ। দেশটির প্রভাবশালী সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ান এ সংক্রান্ত নথি হাতে পেয়েছে।

 

ন্যাশনাল আর্কাইভ প্রকাশিত সরকারের একাধিক মেমোতে দেখা গেছে, ১৯৭০ সালে ব্রিটেনের একটি প্রস্তাবিত আইন সংশোধনে দেশটির মন্ত্রীদের চাপ দিয়েছিলেন রাণি এলিজাবেথের ব্যক্তিগত আইনজীবী। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের শেয়ারের পরিমাণ জনসম্মুক্ষ্যে উন্মোচন না করার প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি।

 

শেষ পর্যন্ত রাণির হস্তক্ষেপে সংশ্লিষ্ট আইনটিতে ‘একটি অনুচ্ছেদ’ অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় সরকার। সেটা অনুযায়ী ‘রাষ্ট্রের প্রধান’ জড়িত প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতামূলক পদক্ষেপের বাইরে রাখা হয়।

 

তবে তা অস্বীকার করেছে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস। তারা দাবি করেছে, ওই আইন ১৯৭৬ সালে পাস হয়। তাতে নজর বুলালেই সবকিছ পরিষ্কার হয়ে যাবে। 

 

রাণি এলিজাবেথের প্রকৃত সম্পদের পরিমাণ কখনই প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হয়, তার শত শত কোটি পাউন্ডের সম্পদ রয়েছে। সেই তালিকায় সোনা-দানা, মণি-মুক্তা, জহরত সব আছে।

 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর