ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৯৪৪

সরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে: ড. কামাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৬ ১ মার্চ ২০১৯  

ড. কামাল হোসেন

ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলার মাটি কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি।  অসত্যের ওপর ভর করে ১৬ কোটি মানুষের দেশকে পরিচালনা করা উচিত না। জনগণ দেশের মঙ্গল চায়।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ দখলে নেব। সংবিধানের মধ্য থেকে ঐক্যের ভিত্তিতে দেশ শাসন করব।

২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তলন দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

তিনি বলেন, জনগণ অসহায় বোধ করছে। কারণ তারা দেশের মালিক হিসেবে সরকারের কাছ থেকে যে শ্রদ্ধা পাওয়ার কথা তা পাচ্ছেন না।  জনগণ ৫৫ হাজার বর্গ মাইলের ক্ষমতার মালিক। এই স্বাধীনতার জন্য দেশের জনগণ যুদ্ধ করেছিল।

সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশে মালিকানা দিবস পালনের আহ্বান জানান কামাল হোসেন।

তিনি বলেন, সরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করলে লোক পাবেন না। সারাদেশ থেকে বিভিন্ন ভাবে কিছু লোক জড়ো করতে পারবে।


জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, গতকাল জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে আপনাদের থাপ্পর মেরেছে। বলে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

 নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ইতিহাস কোনো দল বা ব্যক্তির করে নিতে পারবে না। ক্ষমতায় যারা আছেন তারা চেতনার কথা বলে ব্যবসা করে।

তিনি বলেন,  ঢাকা সিটি নির্বাচনে কি দেখলাম, মানুষ ভোটে যায়নি। জনগণ বলে দিয়েছে, তোমরা ডাকাত তোমাদের অধীনে ভোট করতে চাই না।

জেএসডির সিনিয়র সহসভাপতি এম এ গোফরান সভাপতিত্বে  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্প ধারার সাধারণ সম্পাদক শাহ আহমেদ বাদল প্রমুখ বক্তব্য রাখেন।