ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৩৪

সরকারি অফিসে ছাদবাগান করতে বললেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ১৫ জুন ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেছেন, রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। নিজের বাসার ছাদে বাগান করেন।

বুধবার  সকালে গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন।
 এ সময় প্রধানমন্ত্রী সবার প্রতি এ আহ্বান জানান।


  
কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকেও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন। শহরে যারা থাকেন তারা ছোট ব্যালকনিতে একটা হলেও গাছ লাগাতে পারেন।


শেখ হাসিনা বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে। জাতির পিতার নির্দেশে কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলা হয়। ১৯৯৭ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায়

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর