ঢাকা, ০৮ সেপ্টেম্বর রোববার, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১
good-food
১৫১

সরাসরি অলিম্পিকে আর্চার সাগর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৪ ১৮ জুন ২০২৪  

এখন পর্যন্ত অলিম্পিকে কোনো পদকই জয় করতে পারেনি বাংলাদেশ। অলিম্পিকে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে ভরসার নাম ওয়াইল্ড কার্ড। সরাসরি বাছাই খেলোয়াড় হিসেবে অলিম্পিকে বাংলাদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ বিরল ঘটনা। সাগর ইসলাম এই বিরল ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন।
 
বাংলাদেশ থেকে সবার আগে প্যারিস অলিম্পিকে খেলার টিকিট পেয়েছেন আর্চার সাগর ইসলাম। ‘২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট’ এর রিকার্ভ পুরুষ একক থেকে সোমবার (১৭ জুন) সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ নিশ্চিত করেছেন সাগর। এর আগে গতবার আরেক আর্চার রোমান সানা সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন।


ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্ট থেকে পাঁচজনের জন্য অলিম্পিকের কোটা ছিল। সেমিফাইনালে উঠেই সরাসরি অলিম্পিকে খেলা নিশ্চিত করেছিলেন সাগর। এরপর ফাইনালেও উঠে গিয়েছিলেন। কিন্তু সেখানে আর ভালো করতে পারেননি তিনি। ফাইনালে উজবেকিস্তানের সাদিকভ আমিরখনের কাছে ৬-০ সেটে হেরে যান তিনি। তাতে অলিম্পিকে খেলার সুযোগের পাশাপাশি রুপা জিতে শেষ করেছেন তিনি।