ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৯০৫

সাংবাদিক আনোয়ারুল হক আর নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৯ ২২ মার্চ ২০১৯  

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি প্রবীণ কৃতী সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হক আর নেই। শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আনোয়ার ডেইলি স্টারের সাবেক চিফ রিপোর্টার ছিলেন। ভারতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন।

পরিবারের সদস্যরা জানান, এদিন ভোরে স্ট্রোক করলে ধানমণ্ডির বাসা থেকে তাকে ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জুমার নামাজের পর রাজধানীর সোবহানবাগ মসজিদে এবং বিকাল ৩টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনোয়ারুলের জানাজা হয়। পরে আজিমপুর কবরাস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞ সাংবাদিক ডেইলি স্টারে চিফ রিপোর্টার, সিটি এডিটর পদে এবং বর্তমানে বিলুপ্ত মর্নিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন। একসময় ছিলেন গালফ নিউজের বাংলাদেশ সংবাদদাতা।

দিল্লিতে প্রেস মিনিস্টারের দায়িত্ব শেষে ২০০৭ সালে ব্রাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন।

২০০০ ও ২০০১ সালে পর পর দুই মেয়াদে ডিআরইউর সভাপতির দায়িত্ব পালন করেন আনোয়ারুল।

ছিলেন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিষ্ঠাতা সদস্য।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ফৌজিয়ানসের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি।

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আনোয়ারুল হক।

জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর