ঢাকা, ১৩ ডিসেম্বর শুক্রবার, ২০২৪ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৯

সাকিব কলকাতায় ফেরার পর ডিনার পার্টি করেছি : তাসকিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৪ ২৭ অক্টোবর ২০২৩  

মুম্বাই থেকে গত বুধবার সকালে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরি কাজ শেষে শুক্রবার আবার ভারতে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে সাকিব দলে যোগ দেওয়ার পর আয়োজন করা হয় বিশেষ ডিনার। তাতে দলের একতাবদ্ধ থাকার বার্তাও দেওয়া হয়েছে, সেই ইঙ্গিত আজ সংবাদ মাধ্যমে দিলেন পেসার তাসকিন আহমেদ।

 

তাসকিন বলেন, 'তার (সাকিব) আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মূল ফোকাস।'

 

হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? সাকিবের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। গতকাল দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন। নিজের ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গত বুধবার তিন ঘণ্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব। 

 

দুই দিন অধিনায়ক দলের সঙ্গে না থাকায় এটা কোনো প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্ন করা হয় আজ তাসকিনকে। এই প্রশ্নের উত্তরে টাইগার পেসার বলেন, 'কোনো প্রভাব ফেলেনি। সে উন্নতির জন্য দেশে গেছে। আমাদের তাকে আপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।'

 

‘আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। তিনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন, আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার।'-যোগ করেন তাসকিন।

 

সাকিব দেশে ফিরে অনুশীলন করায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। তিনি বলেন, 'তিনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে তিনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না।'

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর