ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫ || ৫ বৈশাখ ১৪৩২
good-food
১০৮

সাকিব-তামিমকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৯ ৭ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশ ক্রিকেটে দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বর্তমানে দুজনই জাতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি কেউই। ফলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাওয়া নিয়ে আশায় বুক বাঁধছেন ভক্ত-সমর্থকরা।

 

চলতি বিপিএলে নেই সাকিব। চিটাগং কিংসের হয়ে নাম লেখালেও দেশে ফিরতে পারছেন না তিনি। গত ৫ আগস্ট পতিত সরকারের অন্যতম সদস্য ছিলেন দেশসেরা ক্রিকেটার। মূলত সে কারণেই দেশে আসায় অলিখিত এক নিষেধাজ্ঞা ঝুলছে তার ওপর।

 

তবে বিপিএল কাঁপাচ্ছেন তামিম। সবশেষ ম্যাচেও খেলেছেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। যে কারণে নির্বাচকরা আশায় আছেন তাদের নিয়ে। আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে সাকিব-তামিম থাকবেন কি না, তা নিয়ে আছে গুঞ্জন।

 

সূত্র জানাচ্ছে, এ বিষয়ে এখনো নির্বাচকদের কিছুই জানায়নি বিসিবি। সব কিছু নিশ্চিত হলে এরপরই দল ঘোষণা হবে। তবে এরপরও দল পরিবর্তনের সুযোগ আছে। নির্বাচকরা সে সুযোগ নিয়ে হলেও দলে সাকিব-তামিমকে চান।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর