ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩২৭

সাফল্যের মূল কারণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২১ ২৭ মে ২০২১  

পেশাগত জীবন সবসময়ই ছাত্রজীবন থেকে আলাদা। ছাত্রজীবনে বহু সফল ও মেধাবী ব্যক্তিকেই পরবর্তীতে পেশাগত জীবনে সাফল্য লাভ করতে দেখা যায় না। বরং ছাত্রজীবনে মেধার স্বাক্ষর রাখেনি এমন বহু মানুষই পরবর্তীতে পেশাগত জীবনে ব্যাপক সাফল্য লাভ করেন। সম্প্রতি এর কারণ বিশ্লেষণ করেছেন গবেষকরা। যাতে জানা গেছে বেশ কিছু নতুন তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই।


তরুণেরা ঝুঁকি গ্রহণ করতে ভালোবাসে। আর এ ঝুঁকি গ্রহণের প্রবণতা তাদের পেশাগত জীবনে সাফল্য এনে দেয়। এতে এগিয়ে থাকে অমেধাবীরাও। সাম্প্রতিক গবেষণার আলোকে এমনটাই জানাচ্ছেন গবেষকরা।


যুক্তরাষ্ট্রে কর্মরত ব্যক্তিদের মাঝে এক জরিপে দেখা যায়, তারা তাদের পেশাগত জীবন নিয়ে মোটেই স্বতস্ফূর্ত নয়। এ কারণে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা গড়ে ওঠে না এবং অধিকাংশ মানুষই নিজের কাজকে পছন্দ করেন না। এতে তৈরি হয় কাজের প্রতি বিতৃষ্ণা। কাজের পারফর্ম্যান্সও মারাত্মকভাবে ব্যাহত হয়।


সম্প্রতি গবেষকরা দেখেছেন, তরুণ বয়সে কর্মীরা সহজেই ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হন। এ কারণে তাদের মাঝে সফলতার হারও বেশি থাকে। এতে সফল হওয়ার জন্য মেধার তুলনায় অন্য বহু বিষয় একত্রে নিয়ামকের ভূমিকা পালন করে।


ক্যারিয়ার গবেষকরা আরো কয়েকটি বিষয় এক্ষেত্রে জানিয়েছেন। যেমন যারা তরুণ থাকতে কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করেন, পরবর্তী জীবনে তারা সে বিষয়ে সফল হন। তবে এজন্য প্রচেষ্টা অটুট থাকতে হয়। এক্ষেত্রে তাদের মেধার তুলনায় আগ্রহ অনেকাংশে বড় হয়ে দেখা দেয়।


গবেষক ড্যানিয়েল হেলার বলেন, অর্থনৈতিক বাস্তবতা এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। আর এজন্য বহু তরুণই চ্যালেঞ্জিং ক্যারিয়ারের পথে অগ্রসর হয়।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে অ্যাপ্লাইড সাইকোলজি জার্নালে।