ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩৪৮

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন, ইন্টারনেটে ধীরগতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৪ ২১ এপ্রিল ২০২৪  

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ‘সি মি উই- ৫’ গভীর সাগরে কাটা পড়েছে। ফলে সারাদেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। গত শুক্রবার রাত ১২টায় ওই ক্যাবল বিচ্ছিন্ন হয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে ওই দিন রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি মি উই ৫’ দিয়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানায় বিএসসিপিএলসি। তবে পরের দিন (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হয়ে গেছে। যার মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সব ট্রাফিক বন্ধ রয়েছে। ‘সি মি উই- ৫’ কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে পুনঃসংযোগের ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

দেশে ইন্টারনেটের ব্যান্ডউইডথ আসে গভীর সমুদ্র দিয়ে আসা দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। প্রথমটি হচ্ছে ‘সি মি উই-৪’। যার ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। আর দ্বিতীয়টি ‘সি মি উই-৫’ এসেছে কুয়াকাটা হয়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সি মি উই- ৫’ ক্যাবলের মাধ্যমে সেবা বন্ধ ছিল। তবে ‘সি মি উই- ৪’ ক্যাবল এবং আইসিটি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইন্টারনেট সেবা অব্যাহত আছে।

 

বিচ্ছিন্ন হওয়া ক্যাবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ ‘সি মি উই- ৪’ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে ‘সি মি উই- ৫’ চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।