ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৫

সাবানের স্থায়িত্ব বাড়ানোর উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৭ ১১ অক্টোবর ২০২১  

নতুন মোড়ক থেকে সাবান খুললে ধীরে ধীরে তার আকার কমতে থাকে। আগের মতো ঘ্রাণও আর তীব্র থাকে না। প্রিয় সাবানের স্থায়িত্ব বাড়াতে কিছু নিয়ম মেনে চলতে পারেন।

 

  • পানি থেকে দূরে রাখুন। সাবানের স্ট্যান্ড শাওয়ারের পাশ থেকে সরিয়ে বেসিনের ওপরের তাকে রাখতে পারেন। এতে সাবান শুকনো থাকবে। বাতাস চলাচল করে এমন স্থানে রাখলেও সাবান টেকসই হবে।
  • ট্রিপল মাইল্ড সাবান বেশ শক্ত হয়। অনেক বেশি চাপে তৈরি ট্রিপল মাইল্ড সাবান প্রতিদিন ব্যবহারের পরও ৫-৬ মাস টেকে।

 

  • সাবান সরাসরি গায়ে না মেখে শাওয়ার স্পঞ্জে ঘষে নিন। এতে সাবান কম ক্ষয় হবে।
  • বড় সাবান হলে কয়েকটি টুকরো করুন। এতে সাবান গলে যাওয়ার হার কমবে।
  • সাবানের মোড়ক খুলে লিলেন কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখুন। তিন দিন রাখলেই সাবানের আর্দ্রতা কমে আসবে। এতে সাবান শক্ত হবে।