ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৭৫৫

সাবেক এমপি এ্যাডভোকেট বাপ্পি লাইফ সাপোর্টে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৩ ২৯ ডিসেম্বর ২০১৯  

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পির অবস্থা সঙ্কটাপন্ন।  তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাপ্পির স্বামী শেখ রফিক।

এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছিলেন সাবেক সাংসদ বাপ্পি। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আমিন উদ্দিন  বলেন, শেখ রফিক ভাইয়ের সাথে কথা হয়েছে। বাপ্পি আপার অবস্থা খুবই খারাপ।

এদিকে বাপ্পির জন্য দোয়া চেয়ে শেখ রফিক  ফেইসবুক পোস্টে লিখেছেন, সাবেক এমপি অ্যাডভোকেট বাপ্পি জীবন মৃতুর সন্ধিক্ষণে। বঙ্গবন্ধুর আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত ফজিলাতুন্নেসা বাপ্পীকে শনিবার (২৮ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপথেরে আন্দোলনে নিয়মিত কর্মী হিসেবে খ্যাতি রয়েছে তার।

 

যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর ছাড়াও জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়া।