ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
১৭৩

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০০ ২৪ আগস্ট ২০২২  

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মাহবুব তালুকদারের মেয়ে ডা. আইরিন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন আব্বা। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। ১টার দিকে তিনি মারা যান। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।

 

আইরিন মাহবু্ব বলেন, কয়েক বছর ধরে মূত্রথলির ক্যানসারসহ বার্ধক্যজনিত কিছু রোগে ভুগছিলেন বাবা। কিছুদিন আগে তাকে এভারকেয়ার হাসপালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা ভালো হওয়ায় বাসায় নিয়ে এসেছিলাম। এদিন হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মাহবুব তালুকদারের ৩ সন্তান। তার বড় মেয়ে ডা. আইরিন মাহবু্ব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় এবং অপরজন যুক্তরাষ্ট্রে থাকেন।