ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭২০

সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা: ব্যাংক হিসাব জব্দ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৭ ৯ জুলাই ২০২০  

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ওরফে সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।  

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই সনদ দেওয়ায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ দিনের জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

 এ অবস্থায় তার দেশত্যাগের আশঙ্কা থেকে যায়। তাই তাকে দেশত্যাগ করতে না দিতে ইমিগ্রেশন পুলিশকে অবগত করেছে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ।
জানা গেছে সাহেদ একজন প্রতারক। তার নামে এ পর্যন্ত ৩২টি মামলার খোঁজ পেয়েছে র্যাব। সরকারের উচ্চ পর্যায়ের লোক পরিচয় দিয়ে সাহেদ একের পর এক প্রতারনা করে গেছে। এমনকি উত্তরা রিজেন্ট হাসপাতালের ভাড়া্ও পরিশোধ করেনি সে।  র্যাব সাহেদকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে সাহেদের উত্তরা ও  মিরপুরস্থ রিজেন্ট  হাসপাতাল সিল  গালা  করে দিয়েছে। 

 র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এবং হাসপাতালের মালিক মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম শিবলী। 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর