ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৩৯৭

সিগারেট বিস্ফোরণ, মারা গেলেন যুবক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০০ ৭ ফেব্রুয়ারি ২০১৯  

মুখে থাকা ই-সিগারেট বিস্ফোরণে মারা গেলেন এক যুবক। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম উইলিয়াম ব্রাউন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ ঘটনায় এ পর্যন্ত ই-সিগারেট বিস্ফোরণে দু-জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

নিহতের ময়না তদন্ত করে চিকিৎসকরা জানিয়েছেন, উইলিয়াম ব্রাউন ই-সিগারেটটি ব্যবহারের জন্য ঠোঁটে নেয়া মাত্রই এর ভেতরে থাকা ব্যাটারিটি বিস্ফোরিত হয়। ঘটনার সময় গাড়িতে বসে ছিলেন তিনি। বিস্ফোরণের জোর এতটাই ছিল যে গাড়ির ভেতরের ধাতব অংশগুলো টুকরো টুকরো হয়ে তার মুখে, মাথার খুলিতে ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুত্বপূর্ণ একটি ধমনী কেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

 

আহত অবস্থায় উইলিয়াম ব্রাউনকে দুদিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালেই মারা যান তিনি।

 

ই-সিগারেটের বিস্ফোরণে যুক্তরাষ্ট্রে অন্তত কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। এই সিগারেটে থাকা ব্যাটারি বিগড়ে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। : সিএনএন

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর