ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২৫ পৌষ ১৪৩১
good-food
৪৪৪

সিটি নির্বাচন: জেনে নিন যান চলাচল বন্ধের সময়সূচি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৯ ৩১ জানুয়ারি ২০২০  

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তবে চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজ শুক্রবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


সড়ক পরিবহন ও সেতু বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্বাচনের আগের শুক্রবার রাত ১২টা থেকে নির্বাচনের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, এসইউভি, পিকআপ, বাস, ট্রাক ও অন্যান্য মোটর চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।


এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার ৩০ জানুয়ারি মধ্যরাত থেকে ২ ফেব্রুয়ারি ভোর ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


তবে, রিটার্নিং কর্মকর্তাদের অনুমোদন নিয়ে প্রার্থী, তাদের এজেন্ট, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারবেন।


অ্যাম্বুলেন্স, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস এবং টেলিকম প্রভৃতি সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।