ঢাকা, ২৯ ডিসেম্বর রোববার, ২০২৪ || ১৫ পৌষ ১৪৩১
good-food
৭২

সিনেমার শুটিং শেষে কাজলের আবেগঘন বার্তা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৩ ২৮ নভেম্বর ২০২৪  

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নতুন এক সিনেমার শুটিং শেষ করে সহকর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।শুটিং সেট থেকে একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আরও একটি পরিবারকে বিদায় দেওয়ার পালা।”সেই সঙ্গে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী।

 

টাইমস অফ ইনডিয়া লিখেছে, সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করেছেন কাজল। সেট থেকে ইন্সটাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সিনেমার পুরো টিমের সঙ্গে কেক কেটে আনন্দ মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে।অভিনেত্রীর পরনে ছিল শার্ট এবং কালো প্যান্ট। তবে এখনই সিনেমার নাম ও তথ্য প্রকাশ করতে চাইছেন না অভিনেত্রী।

 

পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, "এই প্রকল্পটি এখনও নামহীন। আরও একটা প্রজেক্ট শেষ হল। আরও একটা পরিবারের সঙ্গে সম্পর্কের বিয়োগ হল। আরও একটা ম্যারাথন যাত্রার ইতি ঘটল। আমি এই মানুষগুলোর কাছে খুব কৃতজ্ঞ, এত সুন্দর এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য।”

 

"যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেক কাটা মিস করলে। ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরও বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।"কাজলের পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই সিনেমাটি নিয়ে জানতে চেয়েছেন। কোথায় শুটিং হয়েছে সেসব নিয়েও প্রশ্ন রেখেছেন। তবে উত্তর মেলেনি।

 

২৯ বছর আগে কাজল অভিনীত 'করণ অর্জুন' সিনেমাটি কিছুদিন আগে নতুন করে বড় পর্দায় মুক্তি দেওয়া হয়েছে। রাকেশ রোশন পরিচালিত ব্লকবাস্টার এ সিনেমায় কাজলের পাশাপাশি ছিলেন শাহরুখ খান, সালমান খান, অমরেশ পুরি এবং মমতা কুলকর্ণি।

 

গত ২৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজলের ‘দো পাত্তি’ সিনেমাটি। আগামীতে কাজলকে 'মহারাগনি: কুইন্স অব কুইন্স' সিনেমাতেও দেখা যাবে।থ্রিলার গল্পের এ সিনেমা পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে রয়েছে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত। এছাড়া থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর