ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৫১

সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৫:৪৮ ৫ আগস্ট ২০২৪  

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিন সকাল থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা গড়িয়ে বিকেলে এনায়েতপুর থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। 

 

অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আন্দোলনকারীরা।

 

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সারাদিনে ক্ষমতাসীন দলের নেতাকর্মী, পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

স্বভাবতই গোটা দেশ স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামলাতে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করেছে। এছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর