ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৭২৮

সিরাজগঞ্জে দুই মাদক কারবারী গ্রেফতার

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৮ ৩০ মে ২০২০  

শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সদর থানার কান্দাপাড়া গ্রামে  অভিযান করে দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

 

গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর সুইপার কলোনীর সাদেক আলীর ছেলে মো: নাঈম (২৪)এবং একই থানার কালিয়া কান্দাপাড়া গ্রামের মো: নজির হোসেনের ছেলে মো: হানিফ (৩৫)।

 

এ ঘটনায় র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান জানান, কান্দাপাড়া এলাকার আলতাফ মাস্টারের বাড়ির সামনে রাস্তার মোড়ে তারা ইয়াবা ক্রয় বিক্রয় করছেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালালে ৩৯৭ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও তিনটি সীম কার্ড জব্দ করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর