ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৭৭

সুইডেনে পবিত্র কুরআন অবমাননায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২২ ১ জুলাই ২০২৩  

সুইডেনে সরকারি মদদে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। দাবি উঠেছে সুইডিশ পন্য বর্জনের।

 

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরব ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি বৈঠক ডেকেছে। তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, লেবানন, মরক্কো, সিরিয়া ও ইরাকসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সরকার সুইডিশ সরকারের মদদে পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এইসব দেশ সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে অথবা সুইডেন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে দেশে প্রতিবাদ হিসেবে ডেকে এনেছে।  

 

শুক্রবার (৩০ জুন) বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা জুমার নামাজের পর সুইডেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে। ইরাকে বিক্ষোভকারী একদল জনতা সুইডেনের দূতাবাসের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। তেহরানে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিপ্লবী ইরানি মুসলমানরা।

 

রাশিয়ার সংসদ দ্যুমা সুইডিশ সরকারের মদদে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রাশিয়ায় পবিত্র কুরআন অবমাননা অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর