ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪২৯

সুইস ব্যাংকে বাড়ছেই বাংলাদেশী ধনকুবেরদের টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২৫ জুন ২০২০  

সুইস ব্যাংকে বাড়ছেই বাংলাদেশী ধনকুবেরদের টাকা। প্রতি সুইস ফ্র্যাংক ৮৭ টাকা হিসাবে ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।


 ২০১৮ সালে যা ছিলো ৫ হাজার ৩শ ৭৩ কোটি টাকা।  ২০১৭ সালে এর পরিমাণ ছিল ৪ হাজার ১৩৯ কোটি টাকা। এ হিসাবে প্রতি বছরই বাড়ছে এ অর্থের পরিমাণ।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। যদিও ২০১৯ সালে সুইস ব্যাংকে এই দুই প্রতিবেশী দেশের আমানত কমেছে উল্লেখযোগ্য পরিমাণ।

 

সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ঐ প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব গোপন রেখে জমা করা টাকার তথ্য উঠে আসেনি এতে। সুইস ব্যাংকে আমানতের হিসেবে ২০১৯ সালেও বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্য।