ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৩৬

সুদের হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৭ ১৯ জুন ২০২৩  

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং টাকার মান বাড়াতে সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ। রোববার (১৮ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলেনে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় এ কথা জানান তিনি।

 

আব্দুর রউফ তালুকদার জানান, বিশ্বব্যাপী চার ধরনের লক্ষ্যমাত্রাভিত্তিক মুদ্রানীতি প্রচলিত রয়েছে। সেগুলো হলো সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে এসেছি আমরা। এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হলো। 

 

তিনি ব‌লেন, নতুন মুদ্রানীতিতে টাকার চা‌হিদা কমা‌তে নী‌তি সুদহার বাড়া‌নো হ‌য়ে‌ছে। পাশাপাশি ব্যাংক ঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদের হারের সীমা তু‌লে নেয়া হলো।

 

নতুন সুদহার হলো ‘স্মার্ট’ অর্থাৎ শর্ট টার্ম মুভিং এভারেজ রেট। ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ সীমা দেয়া হয়েছে। 

 

এখন ট্রেজারি বিলের গড় সুদহার ৭ শতাংশের নিচে রয়েছে। ফলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হয়েছে প্রায় ১০ দশমিক ১০ শতাংশ।


নতুন মুদ্রানীতিতে নীতি হার হিসে‌বে বি‌বে‌চিত রে‌পো সুদহার ৫০ বে‌সিস প‌য়েন্ট বা‌ড়ি‌য়ে ৬ দশ‌মিক ৫০ শতাংশ করা হ‌য়ে‌ছে। ফলে বাংলাদেশ ব্যাংক থে‌কে ঋণ নি‌লে অতিরিক্ত সুদ গুণতে হবে ব্যাংকগু‌লোকে।

 

পাশাপাশি রিভার্স রে‌পো ২৫ বে‌সিস প‌য়েন্ট বা‌ড়ি‌য়ে ৪ দশমিক ২৫ শতাংশ থে‌কে ৪ দশ‌মিক ৫০ শতাংশ করা হ‌য়ে‌ছে। ফলে  কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখ‌লে আগের চে‌য়ে বে‌শি সুদ পা‌বে ব্যাংকগু‌লো।

 

নীতি সুদহার ও বাণিজ্যিক ব্যাংকের সুদহারের করিডর প্রথা চালু হ‌চ্ছে। ফলে স্পেশাল রেপোকে বলা হবে স্ট্যান্ডার্ড ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ)। আর নীতি সুদ ও রিভার্স রোপোকে বলা হবে স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ)।

 

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশরসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।