ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৩২১

সুন্দর নগরায়ণে দুর্বৃত্তের কালো থাবা

সুজাউদ্দিন ছোটন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৯ ২৫ অক্টোবর ২০২৩  

রাজশাহী মহানগরীর সৌন্দর্য বর্ধন কাজে নির্মম আঘাত এনেছে দুর্বৃত্তরা। নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার শায়েরগাছা মোড় থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত সড়ক বিভাজনের ১২৫টি গাছ কেটে ফেলা হয়েছে।

 

একই সঙ্গে ৫০টি গাছ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নগরীর ক্রমবর্ধমান সাজসজ্জা ও সৌন্দর্যমন্ডিত কাজের বিরুদ্ধে এটি নজিরবিহীন নাশকতামূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

 

এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরদের পক্ষ থেকে এলাকাভিত্তিক বিশেষ নৈশ টহলের ব্যবস্থা থাকা জরুরি।

 

একই সঙ্গে কমিউনিটি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে সব এলাকায় নিরাপত্তামূলক তৎপরতা জোরদার করা প্রয়োজন। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া একান্ত জরুরি।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর