ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৫৮

সুবর্ণচর-কবিরহাটের ধর্ষণের ঘটনা একই সূত্রে গাথা: মওদুদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৫ ২৫ জানুয়ারি ২০১৯  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলছেন, নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাটের ধর্ষণের ঘটনাই একই সূত্রে গাথা। এটা তাদের হিংসাত্মক চরিত্রের বহিঃপ্রকাশ ।

শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাটে ধর্ষণের শিকার চিকিৎসাধীন গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে দেখতে এসে তিনি এ মন্তব্য করেন ।

মওদুদ বলেন, নির্যাতিতার স্বামী আমার নির্বাচনী এলাকার ধানসিঁড়ি ইউনিয়নের বিএনপির নেতা। পূর্ব পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে ওই গৃহবধূর ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ছেলে ও মেয়েদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গণধর্ষণ করে।

এর আগে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরের এক নারীকে ধর্ষণ করা হয়।

এই ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

সুবর্ণচরের ওই নারী অভিযোগ করেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে রাতে তার স্বামী-সন্তানদের বেঁধে রেখে তাকে ধর্ষণ করা হয়।