ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২১১৬

সেই দুষ্টু বুড়ির গল্প

মেজর ডা. খোশরোজ সামাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৯ ২৮ সেপ্টেম্বর ২০১৯  

১. হজরত মুহাম্মদ (সা.) নিজ বাসভূম মক্কায় নির্যাতিত হয়ে তায়েফ নগরীতে আসেন। অতিথিকে সন্মান করা পৃথিবীর সব সংস্কৃতি, সকল ধর্মেও থাকলেও তায়েফবাসী তাঁর প্রতি বিপরীত আচরণ করে।

 

২. আমরা সেই শৈশবে পড়েছিলাম, মোহাম্মদ (সা.)যখন মসজিদে যেতেন তখন এক দুষ্টু বুড়ি তাঁর যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতো। একদিন তিনি দেখলেন পথে কোন কাঁটা নেই। তিনি বৃদ্ধার বাড়ি গেলেন। রাসুল দেখলেন বুড়ি অসুস্থ। তাঁকে দেখে বুড়ি ভীত হল। কিন্তু, মোহাম্মদ (সা.) তাঁকে ক্ষমা করে দেন। শুধু তাইই নয়, তায়েফবাসীর অত্যাচারে তিনি মক্কায় ফিরে আসতে বাধ্য হলে তায়েফবাসীদের শুধু মাফই করেন নি, তাদের জন্য বিশেষ দোয়া করেন। মরুভূমির দেশে তায়েফ নগরী রুপসুধায় যেন মরুদ্যান। বলা হয় মোহাম্মদ (সা.) এর বিশেষ দোয়ার কারণে তায়েফ নগরী বিশুস্ক জনপদ থেকে ফুলেফলে শোভিত হয়েছে।

 

৩. সম্প্রতি দায়িত্ব পালনে সৌদি আরবে গেলে ছুটির ফাঁদে তায়েফ নগরী দেখবার অবকাশে দুষ্টু বুড়ির বাড়ি, সংরক্ষিত সেই কাঁটাগুলি, বিশেষভাবে রক্ষিত সেই ইতিহাস বিজড়িত - তালা দিয়ে সংরক্ষিত মসজিদটি দেখবার ও ক্যামেরাবন্দী হবার সৌভাগ্য অর্জন করি।
ধর্মীয় ভাবাবেগ ছাড়াও এই কাহিনীর অন্তর্নিহিত মাহাত্ম্য শ্বাশত, সার্বজনীন।

 

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর