ঢাকা, ০৫ জানুয়ারি রোববার, ২০২৫ || ২১ পৌষ ১৪৩১
good-food
২৪

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না: সেনাপ্রধান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৭ ১ জানুয়ারি ২০২৫  

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না। সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। সম্প্রতি সেনা সদরদপ্তরে দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা যে ধরনের সহায়তা চাচ্ছে, সেটাই করছি। যেদিন সরকার বলবে- আপনাদের কাজ শেষ। এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে। আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব।

 

তিনি বলেন, রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই। তাদের বিকল্প সেনাবাহিনী নয়। আপাতত যেকোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবো আমরা। প্রধান উপদেষ্টা যেভাবে চাইবেন, সেভাবেই উনাকে সহযোগিতা করবো। এতে সৈনিকদের সাময়িক অসুবিধাও হলেও করবো। দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। 

 

গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে সেনাপ্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন। ভিন্নমতের মানুষও আছেন। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, ক্রান্তিকাল এলে রাজনীতিবিদদের সঙ্গে বসলে সহযোগিতা করেন।