ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৮০২

সেলিব্রেটি থেকে পর্নো তারকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৬ ৯ ফেব্রুয়ারি ২০১৯  

আজ থেকে ১০ বছর আগের কথা।  একসঙ্গে ৮ সন্তান প্রসব করেছিলেন নাদিয়া সুলেমান। বিশ্বে যেটি ছিল নজিরবীহিন ঘটনা। স্বাভাবিকভাবেই মিডিয়া সেনসেশনে পরিণত হন তিনি।

একসঙ্গে আট সন্তান জন্ম দেয়া মাকে ইংরেজিতে বলা হয় অক্টোমম। সেই নামেই বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি।

শুনলে অবাক হবেন,  আগে থেকেই ৬ সন্তান ছিল নাদিয়ার। তার ওপর একসঙ্গে জন্ম নেয় ৮ সন্তান। সব মিলিয়ে ১৪ সন্তান। ঠেলাটা টের পান যখন তারা বড় হয়ে উঠতে থাকে। খরচের অঙ্ক তরতর করে ওপরের দিকে ওঠে।

যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে বসবাস করতেন নাদিয়া। অবস্থা বেগতিক দেখে সন্তানদের উদ্ধার করে কর্তৃপক্ষ। ছেলেমেয়েদের ভরণপোষণে নানা কাজ করেন তিনি।  অর্থ উপার্জনের জন্য যে যা বলেন তাই করেন এ সেলিব্রেটি।

বক্সিং ম্যাচে দেখা গেছে নাদিয়াকে। নগ্ন হয়ে নৈশক্লাবে নেচেছেন। সবচেয়ে গর্হিত হলো পর্নো ছবিতে পর্যন্ত অভিনয় করেছেন। এক পর্যায়ে মদে আসক্ত হয়ে পড়েন।

তবে ফিরেছেন এ নারী। অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ভালোভাবে বাঁচতে সংগ্রাম করছেন। এখন আর সেই অক্টোমম শব্দটি ব্যবহার করেন না তিনি।

নাদিয়া বর্তমানে অরেঞ্জ কাউন্টিতে তিন বেডরুমের বাসায় থাকেন। সেখানেই সন্তানদের নিয়ে এসেছেন।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর