ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৩৮

সৈয়দ আশরাফের মৃত্যুতে ড. কামাল-মির্জা ফখরুলের শোক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:২৫ ৪ জানুয়ারি ২০১৯  

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে সৈয়দ আশরাফের মৃত্যুর খবর পেয়ে তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল।

সৈয়দ আশরাফের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোক জানিয়েছেন বলে জানান শায়রুল।