ঢাকা, ০৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ মাঘ ১৪৩১
good-food
৫৮০

সৌদি আরবে কোরবানির ঈদ ৩১ জুলাই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৯ ২১ জুলাই ২০২০  

সৌদি আরবে আগামী ৩০ জুলাই আরাফাত দিবস পালিত হবে। আর ৩১ জুলাই উদযাপিত হবে ঈদুল আজহার প্রথম দিন। সোমবার দেশটির সর্বোচ্চ আদালত এ কথা জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, ২১ জুলাই হচ্ছে জিলকদের ৩০তম দিন। সেই হিসাবে ২২ জুলাই হবে জিলহজ মাসের প্রথম দিন। তা অনুযায়ী, সৌদিতে কোরবানির ঈদ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। 

ইসলামিক বর্ষপঞ্জির গত মাসের শুরু নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটি প্রথমে এ তথ্য নিশ্চিত করে। এরপরই খুশির ঘোষণা দেয়া হলো। 

সর্বোপরি আঞ্চলিক বিভিন্ন আদালত এবং চাঁদ দেখা কমিটির কাছ থেকে খবর পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর